নিউজ ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে ৭ শিক্ষার্থীকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বুধবার (০৯ মার্চ) দুপুরে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে ১০ম এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, সভ্যতার ক্রমবিকাশে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গবেষণাসহ সকল উন্নয়নের নেপথ্য চালিকাশক্তি গণিত। গণিতের চর্চা, গবেষণা ও উৎকর্ষ মানবজাতির সামনে নতুন নতুন উদ্ভাবনার পথ উন্মোচন করে। তাই গণিতে ভীতি নয়, বরং গণিতকে বোঝার জন্য, সহজবোধ্যভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে, চর্চা বাড়াতে হবে। তিনি আরও বলেন, সৃষ্টির রহস্য বুঝতে গেলে, প্রকৃতিকে বুঝতে হলে আগে গণিতকে বুঝতে হবে। সকল ক্ষেত্রে গণিত বিদ্যমান। আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ গণিত। গণিতের মধ্যে রয়েছে যুক্তি। গণিতের উন্নয়ন না হলে, চর্চা না বাড়ালে উদ্ভাবন হবে না, গবেষণা স্থবির হয়ে যাবে।