News71.com
 Bangladesh
 24 Jun 18, 05:16 AM
 1283           
 0
 24 Jun 18, 05:16 AM

যশোরের মনিরামপুরে দুইপক্ষের বন্দুকযুদ্ধ ।। নিহত ২

যশোরের মনিরামপুরে দুইপক্ষের বন্দুকযুদ্ধ ।। নিহত ২

নিউজ ডেস্কঃ যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুইপক্ষের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।য়াজ রবিবার ভোরে যশোর-চুকনাগর মহাসড়কের বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আগেই পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে পড়ে থাকা দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।প্রাথমিকভাবে নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি মোকাররম।তিনি বলেন, দুইপক্ষের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে।তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন