News71.com
 Bangladesh
 25 Apr 18, 11:33 AM
 985           
 0
 25 Apr 18, 11:33 AM

নানা আয়োজনে পালিত হচ্ছে ১৩৬তম খুলনা দিবস।  

নানা আয়োজনে পালিত হচ্ছে ১৩৬তম খুলনা দিবস।   

নিউজ ডেস্কঃ জেলা হিসেবে খুলনার ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে আজ।এ উপলক্ষে আজ বুধবার (২৫ এপ্রিল) বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৮৪২ সালে ভৈরব-রূপসা বিধৌত নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দফতর স্থাপিত হয়। খুলনা মহাকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশদের প্রশাসনিক এলাকা বৃদ্ধি এবং ভৌগোলিক অবস্থানের কারণে খুলনার গুরুত্ব বাড়তে থাকে। মাত্র ৪০ বছরের ব্যবধানে ৪ হাজার ৬৩০ বর্গ মাইল এলাকা, ৪৩ হাজার ৫’শ জনসংখ্যা অধ্যুসিত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার প্রথম জেলা ম্যাজিস্ট্রেট টমি ডাব্লিউ এম ক্লে’র দায়িত্ব নেওয়ার মাধ্যমে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়।

খুলনা দিবস পালনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় র্যা লি ও উদ্বোধনী অনুষ্ঠান হয়। বাউল, ঘোড়াগাড়ি, পালকিতে জামাই-বউ, স্থানীয় রোভার স্কাউট, সি-স্কাউটসহ ব্যান্ডবাদক দলের উপস্থাপনায় র্যাুলিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লিতে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ উজ জামান, সহ-সভাপতি শাহিন জামান পন, মামনুরা জাকির খুকুমনি প্রমুখ। দুপুর পৌনে ২টায় খুলনা মেজবান, বিকাল সাড়ে ৫টায় নগরীর শহিদ হাদিস পার্কে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন