News71.com
 Bangladesh
 22 Jul 17, 01:24 AM
 1269           
 0
 22 Jul 17, 01:24 AM

মোরেলগঞ্জে মাদক বিরোধী অভিযানে মা-মেয়েসহ আটক ৮।।

মোরেলগঞ্জে মাদক বিরোধী অভিযানে মা-মেয়েসহ আটক ৮।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মা-মেয়েসহ ৮ মদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক বিরোধী বিশেষ অভিযানে শুক্রবার দিবাগত রাতে পুলিশ এদেরকে আটক করে।এরা হলেন, বিশারীঘাটা গ্রামের শ্যামলী বেগম (৪০), তার মেয়ে নাজমা বেগম (১৯), পূর্বসরালীয়া গ্রামের কাওসার খান (২৪), সোহাগ হাওলাদার (২৮), হাফিজুল আকন (২০), জসিম শেখ (২২), নুরনবী (২৫) ও বাদুরতলা গ্রামের সাখাওয়াত ফরাজী (২৮)।আটককৃতদের নিকট থেকে পুলিশ ৫ পিছ ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বিশারীঘাটা গ্রামের শ্যামলী বেগম ও তার মেয়েসহ আটক হওয়া সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী।এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন