নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস একই উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।
আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪২)। আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা পেশায় গাছ কাটা শ্রমিক।
আহত নইমদ্দিন সরদার জানান, সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এ সময় সেখানে বজ্রপাতে তারা তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।