News71.com
 Bangladesh
 03 Aug 22, 01:10 PM
 1373           
 0
 03 Aug 22, 01:10 PM

রাজবাড়ীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু।। আহত ২

রাজবাড়ীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু।। আহত ২

নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস একই উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।

আহতরা হলেন- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে জিয়া সরদার (৪২)। আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা পেশায় গাছ কাটা শ্রমিক।
আহত নইমদ্দিন সরদার জানান, সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এ সময় সেখানে বজ্রপাতে তারা তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন