News71.com
 Bangladesh
 21 Jul 22, 06:09 PM
 1023           
 0
 21 Jul 22, 06:09 PM

বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলা হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ।।

বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলা হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ।।

নিউজ ডেস্কঃ বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে বর্জ্য না ফেলা হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷  কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা অংশ নেন।

 বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচন অনুষ্ঠিত হয়। বৈঠকে এই অঞ্চলে ব্রিটিশ আমলে যেসব নদী ছিল এবং বর্তমানে যেসব নদী আছে তার একটি তালিকা প্রদানের সুপারিশ করা হয়। কমিটি প্রাথমিক পর্যায়ে বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে বর্জ্য না ফেলা হয় সেলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন