News71.com
 Bangladesh
 29 May 20, 10:37 AM
 900           
 0
 29 May 20, 10:37 AM

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু॥

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে জ্বর ও সর্দি-কাশি নিয়ে তারা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগের দিন রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ থেকে তারা মিয়া সপরিবারে নিজ বাড়িতে আসেন। এ সময় তিনি সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন। পরে করোনা ভাইরাস সন্দেহে গত বুধবার (২৬ মে) তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতে তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দিনগত রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, সরকারের করোনা স্বাস্থ্যবিধি মেনে রাতেই নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার (তারা মিয়া) মরদেহ দাফন করা হয়েছে।তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা ভাইরাস পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জন। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ১৮৭ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন