
নিউজ ডেস্কঃ টঙ্গী-ঘোড়ারশাল সড়কের টঙ্গীর আমতলী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি বাগেরহাট জেলার চিতলমারী থানার দরকটরিয়া এলাকার আব্দুল মজিদের পুত্র মো: মিঠু (৩৩)।টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।টঙ্গী মডেল থানার এসআই শাহিন শেখ জানান, আজ সকাল ৭টার দিকে টঙ্গী-ঘোড়ারশাল সড়কের টঙ্গীর আমতলী মোড় এলাকায় অজ্ঞাত নামা গাড়ি চাপায় মিঠু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জানান,খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।