নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব-উত্তর তীরে খুরুশকুল এলাকা। সেখানে ২৫৩ দশমিক ৩৫০ একর জমিতে গড়ে উঠছে ১৩৭টি পাঁচতলা ভবনের বিশেষ ‘খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প’। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পে দুই বছর আগে প্রথম ধাপে তৈরি ২০টি ভবনে মাথা গোঁজার ঠাঁই হয়েছে ৬০০ জলবায়ু উদ্বাস্তু পরিবারের। দ্বিতীয় ধাপে আরও আড়াই হাজার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে প্রস্তুত করা হচ্ছে আরও ৬০টি ভবন। এ নিয়ে উপকূলে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানিয়েছে।