News71.com
 Bangladesh
 11 Jul 22, 11:28 AM
 439           
 0
 11 Jul 22, 11:28 AM

শতভাগ বর্জ্য অপসারণ।।দাবি চসিক মেয়রের

শতভাগ বর্জ্য অপসারণ।।দাবি চসিক মেয়রের

নিউজ ডেস্কঃ নগরের ৪১টি ওয়ার্ডের কোরবানি পশুর বর্জ্য ৭ ঘণ্টার মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।  রোববার ( ১০ জুলাই) সকাল ৯টা থেকে কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগ।  বর্জ্য অপসারণ করার কাজে নিয়োজিত ছিল সিটি করপোরেশনের ৫ হাজার কর্মী ও ৩৪৫টি গাড়ি। কোরবানির ২৪ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে ৭ ঘণ্টায় ৯৮ শতাংশ বর্জ্য অপসারণ করা  হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর মোবারক আলী বলেন, ‘পশু জবাইয়ের জন্য চসিকের পক্ষ থেকে নগরের ৪১টি ওয়ার্ডে ৩০৪টি স্থান নির্ধারণ করে দেওয়া হলেও যত্রতত্র কোরবানি দেওয়া হয়েছে। এর পরও বর্জ্য অপসারণে সেবকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। প্রায় ৯৮ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।  এদিকে সোমবার (১১ জুলাই) ঈদের ২য় দিনেও নগরের বিভিন্ন স্থানে গরু কোরবানি দেওয়া হচ্ছে। এসব বর্জ্য অপসারণেও তৎপর রয়েছে চসিক পরিচ্ছন্নতা বিভাগ। ১১০ জন কর্মকর্তার তদারকিতে কাজ করছে ১১টি মোবাইল টিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন