News71.com
 Bangladesh
 12 May 22, 09:43 AM
 359           
 0
 12 May 22, 09:43 AM

কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু।।নিখোঁজ ১

কর্ণফুলী নদীতে ডুবে পর্যটকের মৃত্যু।।নিখোঁজ ১

নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে গিয়ে লোকেস বৈদ্য (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অপূর্ব সাহা (১৮) নামে আরেক পর্যটক। বুধবার (১১ মে) উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতাঘাট মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লোকেস বৈদ্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যর ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামীয়া কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত। নিখোঁজ অপূর্ব সাহার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছয়জনের পর্যটক দল (তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে দুপুরে (ইঞ্জিনচালিত) প্রথমে চিৎমরম বৌদ্ধবিহার ঘাটে যায়। এরপর সেখান থেকে তারা বিকেলে সীতাঘাট মন্দির এলাকায় যাত্রা করে এবং ওই স্থানে গিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তোড়ে ছয় পর্যটকের মধ্যে তিনজন নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও তিনজন ভেসে যান। তবে ভেসে যাওয়া তিনজনের মধ্যে একজনকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে কাপ্তাই ফায়ার সার্ভিস ডুবুরি দল। উদ্ধার করা পর্যটক বর্তমানে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপর দু’জনের মধ্যে সন্ধ্যায় একজনের মরদেহ উদ্ধার করে কাপ্তাই নৌ-বাহিনীর ডুবুরি দল। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন