নিউজ ডেস্কঃ কর্ণফুলী-হালদা নদীর মোহনায় কালুরঘাট ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৩০টি চিংড়ি রেনু ধরার ঠ্যালা জাল জব্দ করা হয়েছে। রেনু পোনার পরিমাণ প্রায় ৩০ হাজার। পরে পোনাগুলা নদীতে অবমুক্ত করা হয়। বুধবার (১১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে এসব রেনুপোনা জব্দ করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আটককৃত চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত নৌকা ফুটো করে ডুবিয়ে দেওয়া হয় এবং ঠ্যালা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে। অভিযানে সদরঘাট নৌ থানা পুলিশের টহলদলের সদস্য এএসআই জয়নাল আবেদীন, এএসআই উপস্থিত ছিলেন।