নিউজ ডেস্কঃ নগরের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় রেলওয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় ৩ হাজার অবৈধ দখলদারকে বিতাড়িত করে ১ দশমিক ৭৭ একর জায়গা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে ৮৭৭টি সেমিপাকা ও টিনশেড অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবি সংলগ্ন তুলাতলি রোডের গোয়ালপাড়া এলাকায় রেলওয়ের জায়গা দখলে নিয়ে প্রায় ২ হাজার অবৈধ বসতবাড়ি ও দোকানপাট গড়ে উঠে। এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে ৩ হাজার অবৈধ দখলদারকে বিতাড়িত করে ১ দশমিক ৭৭ একর জায়গা উদ্ধার ও ৮৩৭টি সেমিপাকা-টিনশেড বসতি উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের এ অভিযান সোমবারও চলবে। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ২০ জন, কোতোয়ালী থানার অফিসার অপারেশনের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৪০ জন সদস্য সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ সম্পতি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ সম্পতি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ।