News71.com
 Bangladesh
 07 Dec 21, 10:59 AM
 438           
 0
 07 Dec 21, 10:59 AM

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার॥

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ নগরের হালিশহর থানার টোল রোড থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো.আরিফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মো.রুবেল (৩৪), মো. আনোয়ার হোসেন (২৮) ও মো.ওসমান গণি প্রকাশ সুমন হোসেন (২৮)। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন বলেন, টোল রোডের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি লম্বা কিরিচ, লোহার রড ও একটি কাভার্ড ভ্যানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন