News71.com
 Bangladesh
 05 Dec 21, 08:05 PM
 453           
 0
 05 Dec 21, 08:05 PM

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ॥ নিহত ১, আহত ৮

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ॥ নিহত ১, আহত ৮

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের অনুষ্ঠানে বর-কনে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে বরের চাচা নিহত হয়েছেন। তিনি ক্যাম্প-৯, ব্লক-সি/১৯ এর আবু বক্করের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কনের চাচাতো ভাইসহ দুজনকে আটক করেছে এপিবিএন। আটকরা হলেন- একই ক্যাম্পের মো. আরিফের ছেলে মো. আনোয়ার সাদেক ও তার সহযোগী আবদুর রহমানের ছেলে হারেসুর রহমান। আহতরা হলেন- বরের বাবা মো. ইউনুস (৪৫), চাচা মো. আইয়ুব (৩৫), প্রতিবেশী শিশু মো. উমর (৯), বরের মামা মো. আইয়ুব (২৭) ও সিরাজুল ইসলাম (৩৫), কনের বাবা আব্দুর রহমান (৫২), মামা হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, শনিবার আনুমানিক রাত ৮টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর ব্লক সি/১৯ এ অবস্থিত শেডের সামনে ইউনুসের ছেলে ইদ্রিসের (২৪) সঙ্গে কনে খালেদা বিবির (১৬) পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন