News71.com
 Bangladesh
 08 Nov 21, 08:19 PM
 476           
 0
 08 Nov 21, 08:19 PM

কক্সবাজারের উখিয়ায় র্যাবের অভিযান॥আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় র্যাবের অভিযান॥আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ (এক্সটেনশন) সংলগ্ন পাহাড়ে র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসিদের চার ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান।

ঘটনাস্থল থেকে তিনি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এক্সটেনশন সংলগ্ন পাহাড়ে অস্ত্র কারখানা গড়ে তুলেছে, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, দিনগত রাত ৩টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন