News71.com
 Bangladesh
 31 Oct 21, 02:11 PM
 431           
 0
 31 Oct 21, 02:11 PM

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ॥

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের কুতুবদিয়ার অলিপাড়া ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।আহতদের আটজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হালিম জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে স্থানীয় আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং বোটটি সাগর থেকে এসে শনিবার বিকালের দিকে অলিপাড়া ঘাটে এসে ভিড়ে। রাত পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন