নিউজ ডেস্কঃ হাটহাজারীতে একটি বাড়ির টয়লেট থেকে ২২টি সাপের বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) হাটহাজারি উপজেলার এগারো মাইল এলাকার কবির চেয়ারম্যান বাড়ির নুর ভবন থেকে এসব সাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপগুলো পদ্মগোখরো বলে জানিয়েছেন হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, একটি বাড়িতে ২২টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন টয়লেটে গিয়ে সাপের বাচ্চাগুলো দেখতে পায়। খবর পেয়ে সকালে সেখান থেকে সাপগুলো উদ্ধার করি। ইতোমধ্যে সাপগুলো পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।