নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার ছেলে মো. তামিম হোসেন (২) ও চৌদ্দগ্রাম উপজেলার মান্দারিয়া গ্রামের প্রবাসী জাবেদ হোসেনের ছেলে ফারিয়ান হোসেন (১৭ মাস)।
তামিম তার বাবা-মায়ের সঙ্গে মান্দারিয়া গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল। জানা গেছে, দুপুরের পর থেকে তামিম ও ফারিয়ানকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুর থেকে শিশুর দু’টির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজালাল মজুমদার ও ইউপি সদস্য কাজী আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।