News71.com
 Bangladesh
 11 Jul 21, 06:45 PM
 748           
 0
 11 Jul 21, 06:45 PM

বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনা॥ নিহত ৩

বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনা॥ নিহত ৩

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামায় ট্রাক, মাহিন্দ্র ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (১১ জুলাই) লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম ও ঠিকানা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থলে বালুবাহী ট্রাক ও আহতদের উদ্ধারে কাজ শুরু করেছে লামার ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামালসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল জানান, বালুবাহী ট্রাকটি ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রশাসন উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন