News71.com
 Bangladesh
 30 Jun 21, 09:17 PM
 653           
 0
 30 Jun 21, 09:17 PM

চট্টগ্রাম নগরীতে নালায় অটোরিকশা॥ ২ জন নিহত

চট্টগ্রাম নগরীতে নালায় অটোরিকশা॥ ২ জন নিহত

নিউজ ডেস্কঃ সিএনজি অটোরিকশা নালায় পড়ে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুলতান (৩৫) ও খাদিজাবেগম (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। নালায় প্রচণ্ড স্রোত থাকায় তলিয়ে যায় সিএনজি অটোরিকশাটি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা নালায় পড়ে যায়। বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় অটোরিকশাটি ভেসে যায়। পরে স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, নালায় ডুবে যাওয়া দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের মধ্যে একজন অটোরিকশা চালক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন