নিউজ ডেস্কঃ কক্সবাজারের পর্যটনকেন্দ্র উখিয়ার ইনানীর জালিয়াপালং ইউনিয়নের মো. শফির বিল এলাকায় পানি নিষ্কাশনের জায়গা বন্ধ হয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। এর ফলে দুর্ভোগে পড়ে মানবেতর দিন কাটাচ্ছেন ওই এলাকার মানুষ। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরে কক্সবাজারেও ভারী বর্ষণ চলছে। এক সময় এসব বৃষ্টির পানি চলাচলের জায়গা থাকলেও ইনানীতে অবস্থিত পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টের ওয়াটার পার্কের রাস্তা এবং আশপাশে অন্যান্য স্থাপনা গড়ে তোলার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির বলেন, পানির কারণে অনেক পরিবার দুভোর্গে পড়েছে। অনেকে ঘর ছেড়ে অন্যত্রে আশ্রয় নিয়েছেন। এক বছর আগেও এ সমস্যা দেখা দিলে স্থানীয় চেয়ারম্যান এসে পানি চলাচলের জায়গা পরিষ্কার করে দিয়ে সমস্যার সমাধান করেন। কিন্তু সম্প্রতি আবার একই সমস্যা তৈরি হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবছার বলেন, সমস্যাটি একমাত্র রয়েল টিউলিপের কারণে হয়েছে তা নয়। রয়েল টিউলিপ যে রাস্তাটি করেছে তার নিচে পানি চলাচলের জন্য বড় পাইপও বসিয়েছে। কিন্তু ওই পাইপ দিয়ে পানি গিয়ে খালে পড়ার আগে আরেকটি স্থাপনা হওয়াতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। যে কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।