নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। ট্রাকটি যাত্রী পরিবহন করছিল। শুক্রবার (১৮ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মনকশাইর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের কয়েকজন জানান, ট্রাকে তারা ৪৩ জন ছিলেন। সবাই চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফে যাচ্ছিলেন। মনকাশাইর এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, ট্রাকটিতে কতজন ছিলেন সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আরোহীরা সবাই চট্টগ্রামের একটি মাজারে যাচ্ছিলেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।