News71.com
 Bangladesh
 18 Jun 21, 08:04 PM
 558           
 0
 18 Jun 21, 08:04 PM

স্টিলমিল বাজারে বাসচাপায় নারী॥ শিশুসহ নিহত ৩

স্টিলমিল বাজারে বাসচাপায় নারী॥ শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার খালপাড়ে বাসের চাপায় রিকশারোহী নারী ও শিশুসহ একজন পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)। আজ শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে। ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪) মারা যান। বাস ও চালককে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন