নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় আরো একটি রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী ৫টি সংগঠনের পক্ষ থেকে এ রিট আবেদন করা হয়েছে। এ রিট আবেদনেও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। এই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বিদ্যুত কেন্দ্রে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ নিয়ে বাঁশখালীর ঘটনায় ৬টি রিট আবেদন দাখিল হলো। এর আগে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত ২২ এপ্রিল পৃথক এটি রিট আবেদন দাখিল করা হয়। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে এসব রিট আবেদনের ওপর শুনানি হবে।
নতুন রিট আবেদনকারী সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। এসব রিট আবেদনকারীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান রিট আবেদন করার তথ্য নিশ্চিত করেন।