News71.com
 Bangladesh
 22 Apr 21, 03:30 PM
 685           
 0
 22 Apr 21, 03:30 PM

বাঁশখালীতে গুলিবিদ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু।।

বাঁশখালীতে গুলিবিদ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়। ২২ বছর বয়সী ওই তরুণের নাম শিমুল আহমেদ বাবু। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরইতলা এলাকার আবদুল খালেকের ছেলে। সংঘর্ষের ওই ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানান, বাবু গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে তিনি মারা যান। গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের নির্মাণাধীন ১৩২০ মোগাওয়াট ক্ষমতার ‘এস এস পাওয়ার প্ল্যান্টে’ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন