News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:31 PM
 634           
 0
 20 Apr 21, 03:31 PM

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস লাইন লিকেজ।। আবাসিক সেবা বিঘ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের গ্যাস লাইন লিকেজ।। আবাসিক সেবা বিঘ্নিত

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেশ কিছু এলাকায় আবাসিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে লিকেজের এ ঘটনা ঘটে। লাইন লিকেজের কারণে অবিরত গ্যাস বের হত্তয়ায় দুর্ঘটনা এড়াতে বর্তমানে পাইপ লাইনটি বন্ধ রেখেছে তিতাস গ্যাস কৃর্তপক্ষ। ফলে জেলা শহরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প পাইপ লাইন থাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, আশুগঞ্জ-আগরতলা আন্তজার্তিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ভেকু মেশিনে মাটি খুঁড়ার সময় অসাবধানতাবশত তিতাসের গ্যাস পাইপ লাইন ফেটে লিকেজের সৃষ্টি হয়। খবর পেয়ে তিতাস কৃর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন