News71.com
 Bangladesh
 20 Apr 21, 03:24 PM
 617           
 0
 20 Apr 21, 03:24 PM

কক্সবাজারের রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২।।

কক্সবাজারের রামুতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার রাতে (১৯ এপ্রিল) কক্সবাজার র‌্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে দুপুরে র‌্যাবের একটি চৌকস দল এ অভিযান চালায়।

আটকরা হলেন, উখিয়ার হলুদিয়া পালং পাগলীর বিলের সোনা আলীর ছেলে সোহেল (২০) ও এক নম্বর কুতুপালং রোহিঙ্গা শিবিরের আবু তাহেরের ছেলে মোজাম্মেল (৪০)। কক্সবাজার র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, মাদক বেচা-কেনার খবর পেয়ে র‌্যাবের একটি দল রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বরুড়ারছড়া বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দশ হাজার ইয়াবাসহ সোহেল ও মোজাম্মেলকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন