নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত ৫ জনের পরিবারকে তিন কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) মানবাধিবার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ নোটিশ পাঠায়। সাতদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা চেয়ে স্বরাষ্ট্র, আইন, শিল্প ও বাণিজ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ১৫ জনের প্রতি এ নোটিশ পাঠানো হয়েছে।
অন্যথায় প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানানো হয়েছে। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসকের আরেক আইনজীবী শাহীনুজ্জামান। নোটিশে শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়। আহত হয় অনেক শ্রমিক। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। নিহতরা হলেন শুভ (২৩), রাহাত (২৪), আহমদ রেজা (১৯), রনি হোসেন (২২) ও রায়হান (২০)।