নিউজ ডেস্কঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের করাকোট গ্রামে ২০ পরিবারের যাতায়াতের দু'শ বছরের পুরনো পথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে একই গোত্রের মৃত হকু মিয়ার পুত্র জয়নাল আবেদীন। এ ব্যাপারে ভুক্তভোগী আলী আক্কাছ বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করাকোট গ্রামের জয়নাল আবেদীন দীর্ঘ প্রায় ২০ দিন যাবৎ তার বাড়ির ২০ পরিবারের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়ির লোকজন অটোরিকশা ও মালামাল নিয়ে বাড়িতে যেতে পারছেন না। তাছাড়া রমজানে বাড়ির লোকজনের মসজিদে যেতে খুব কষ্টের মধ্যে পড়েছেন। অভিযোগকারী আলী আক্কাছসহ ২০ পরিবারের লোকজন সমাজ পতিদের ধারে ধারে ঘুরে বিচার না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।