নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ শহীদনগর শীতল ঝর্না খাল এলাকায় অভিযান চালিয়ে ৪টি চোরাই সাইকেল ও ৫০ পিস ইয়াবাসহ মো. আবুল হোসেন (২৭) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আবুল হোসেন একই এলাকার মৃত আমির হামজার ছেলে।
সোমবার (১২ এপ্রিল) রাতে এ তথ্য জানান বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার। তিনি জানান, মাদকসেবী আবুলকে আটকের পর তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা চারটি সাইকেলই আবুল নগরের বিভিন্ন স্থান থেকে চুরি করেছে। আবুলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।