News71.com
 Bangladesh
 03 Apr 21, 11:27 AM
 671           
 0
 03 Apr 21, 11:27 AM

চাঁদপুরে করোনায় বিয়ের আয়োজন॥ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে করোনায় বিয়ের আয়োজন॥ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ একদিকে নতুন করে করোনা বিস্তারের ঝুঁকি। ফলে জনসমাগম এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি। অন্যদিকে, কনে পক্ষের বর ও তার সঙ্গীদের বরণ করতে বৌভাতের আয়োজন। কিন্তু এমন মধুর পরিবেশ ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত। শুধু তাই নয়, কনের বাবা এবং অনুষ্ঠানস্থলের মালিককে মোটা অঙ্কের মাশুলও গুণতে হলো। শুক্রবার (২ এপ্রিল) চাঁদপুর শহরের রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এমন আলোচিত ঘটনা ঘটেছে। জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কনে এবং বরের বাড়ি। বেশ কিছুদিন আগে তাদের বিয়ে সম্পন্ন হলেও শুক্রবার চাঁদপুর শহরের রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ৩০০ লোকের জন্য ভোজের আয়োজন করেন কনের বাবা।

তবে বৌভাতের আয়োজনের ঘটনা জানতে পারে জেলা প্রশাসন। তারপর সেখানে ছুটে যান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসাইনসহ একদল পুলিশ। এসময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য এবং আয়োজকরা তাদের অপরাধ স্বীকার করায় কনের বাবাকে ৫০ হাজার একই সঙ্গে পার্টি সেন্টারের মালিককে আরও ৫০ হাজার, সব মিলিয়ে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন