নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনদুপুরে প্রকাশ্যে তরুণীকে মারধর ও মুখে সিগারেটের আগুন দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম ওরফে জিসান নামে এক যুবকের বিরুদ্ধে। ৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর শনিবার (২৭ মার্চ) ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত তিন বছর ধরে এক পোশাক শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছিনতাইকারী জিসানের। কিন্তু ছিনতাই ও মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হওয়ায় ওই তরুণী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আর এতে ক্ষিপ্ত হয়ে জিসান রাস্তা আটকে মারধরের পাশাপাশি ওই তরুণীর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়। ৯৯৯-এ ফোন পেয়েই ঘটনাস্থল বেপরী পাড়া এলাকা থেকে বখাটে শহীদুল ইসলাম ওরফে জিসানকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে দৈহিক মেলামেশা করেছে। দুজনের মধ্যে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল এবং এই ছেলেকে যখন সে প্রত্যাখ্যান করে তখন সে রাগ করে সিগারেটের আগুন দিয়ে মেয়েটির মুখে ছ্যাঁকা দেয়।’ জিসানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই এবং মাদক আইনে ৫টি মামলা রয়েছে। শনিবার (২৭ মার্চ) রাতে ওই তরুণী বাদী হয়ে মামলা দায়েরের পর জিসানকে গ্রেফতার করে পুলিশ।