নিউজ ডেস্কঃ চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট বেতারের সামনে বসুধা বিল্ডার্সের নির্মাণাধীন দশতলা ভবন থেকে ৭-৮টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকালে বোম ডিস্পোজাল ইউনিট এ ককটেলগুলো উদ্ধার করে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বোম ডিস্পোজাল ইউনিট সকালে বোমাসদৃশ ব্যাগটি নিষ্ক্রিয় করতে যায়। সেখান থেকে ৭-৮টি ককটেল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।