News71.com
 Bangladesh
 26 Mar 21, 12:10 PM
 590           
 0
 26 Mar 21, 12:10 PM

চাঁদপুরের হাজীগঞ্জে।। বাথরুমের বালতিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে।। বাথরুমের বালতিতে ডুবে শিশুর মৃত্যু

 

নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাসার বাধরুমে বালতির পানিতে ডুবে মেহেরুন আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ এন্টারপ্রাইজ ভবনের ৩য় তলায়। শিশু মেহেরুন তার বাবা মায়ের সাথে এই ফ্ল্যাটে থাকতো। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী জমাদ্দার বাড়ির মুশফিকুল আলমের কনিষ্ঠ সন্তান। বাবা মায়ের চাকুরির সুবাদে তারা হাজীগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতো।

 

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিক্ষক দম্পতির ৪ সন্তানের মধ্যে সবার ছোট মেহেরুন। রাতে কোন এক সময় শিশুটি নিজ বাসার বাথরুমে বালতিতে পানি দেখে খেলতে গিয়ে তাতে আটকে যায়। এর পরেই তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন