নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আকবার শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে স্থানীয় কালী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে আটক করেছে।
আহত পুলিশ সদস্যরা এবং গুলিবিদ্ধ ছিনতাইকারীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার দাশ, উপ-পরিদর্শক (এসআই) ঈসমাইল হোসেন এবং উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাশ। আর গুলিবিদ্ধ ছিনতাইকারীরা হলেন- ইমাম হোসেন (৩৫) এবং আরফাত হোসেন সুমন (৩৫)। পুলিশ জানায়, ইমাম হোসেন ও আরফাত হোসেন সুমন আকবরশাহ থানার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য।