News71.com
 Bangladesh
 26 Mar 21, 12:10 PM
 590           
 0
 26 Mar 21, 12:10 PM

তিন পুলিশকে ছুরিকাঘাত।। দুই ছিনতাইকারী আটক

তিন পুলিশকে ছুরিকাঘাত।। দুই ছিনতাইকারী আটক

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আকবার শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে স্থানীয় কালী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে আটক করেছে।

 

আহত পুলিশ সদস্যরা এবং গুলিবিদ্ধ ছিনতাইকারীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার দাশ, উপ-পরিদর্শক (এসআই) ঈসমাইল হোসেন এবং উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাশ। আর গুলিবিদ্ধ ছিনতাইকারীরা হলেন- ইমাম হোসেন (৩৫) এবং আরফাত হোসেন সুমন (৩৫)। পুলিশ জানায়, ইমাম হোসেন ও আরফাত হোসেন সুমন আকবরশাহ থানার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন