নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। গত দুই দিন ধরে অভিযান চালিয়ে মেঘনা নদীর স্থানীয় হিজলা ও সাবের চর এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কোস্টগার্ডের বিসিজিএস শ্যামল বাংলা জাহাজের অধিনায়ক লে. কমান্ডার আখিজুল হক এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, নৌ-পথে চলাচলরত বিভিন্ন ধরনের জাহাজে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপন আদায় ও মুক্তিপনের টাকা না পেলে হত্যাসহ নদীতে অপরাধ কর্মকান্ডের অভিযোগের প্রেক্ষিতে কোষ্টগার্ড নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা প্রত্যেকে জলদস্যু। তারা একাধিক হত্যাসহ বেশ কয়েকটি নৌ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এ কর্মকর্তা। আকটকৃতরা হলেন, আহাম্মদ আলী, বাগন আলী, ইব্রাহিম, বাবুল, নাগর মিয়া, কাওসার, সবুজ, জাহেদ, সাহেব আলী, ফিরোজ, আহাম্মদ উল্যাহ্, রাজিব,শাহিন, ইব্রাহিম ও ইউনুছসহ ১৫ জন।