News71.com
 Bangladesh
 21 Mar 21, 10:46 AM
 627           
 0
 21 Mar 21, 10:46 AM

রাঙামাটির সাজেকে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত॥

রাঙামাটির সাজেকে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত॥

নিউজ ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি এলাকায়, সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শনিবার (২০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মুদি ব্যবসায়ী মিজান (৩২) ও এলপি গ্যাস ব্যবসায়ী মো. সাগর। এলাকাবাসী জানায়, আহত দুইজন সাজেক হতে মোটরসাইকেল যোগে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের শরীরে শর্টগানের গুলি এসে লাগে। এতে দুইজনই আহত হন। তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই শঙ্কামুক্ত বলে জানা যায়। সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন