News71.com
 Bangladesh
 16 Mar 21, 11:08 AM
 670           
 0
 16 Mar 21, 11:08 AM

কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায়॥ আগুনে পুড়ে তিন ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায়॥ আগুনে পুড়ে তিন ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় হারবাংয়ে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) গভীর রাতে হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির ঘরে এ আগুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জিহাদ (১১), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর জানান, রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সাবান ঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়লে বয়স্করা দ্রুত ঘর থেকে বের হতে পারলেও ঘুমন্ত শিশুগুলোকে বের করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই আগুনে পুড়ে তিন সহোদর মারা যায়।চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম পাঠানো হলেও ঘটনাস্থল দুর্গম হওয়াতে গাড়ি সেখানে পৌঁছেনি। তবে আমাদের দমকল বাহিনী ও স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন