News71.com
 Bangladesh
 15 Mar 21, 09:35 PM
 639           
 0
 15 Mar 21, 09:35 PM

ফেনীতে ১৯০টি গাঁজা গাছের চারাসহ গাঁজা চাষি আটক।।

ফেনীতে ১৯০টি গাঁজা গাছের চারাসহ গাঁজা চাষি আটক।।

নিউজ ডেস্কঃ ফেনীর দাগনভূঞায় ১ কেজি শুকনো গাঁজা ও বাড়ির ছাদের টবে চাষ করা ১৯০টি গাঁজা গাছের চারাসহ এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) বিকেলে জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর এলাকায় অভিযান চালিয়ে জাফর ইমাম ঝন্টু (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে এসব গাঁজা ও চারা গাছ উদ্ধার করা হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে শুকনো গাঁজা ও গাঁজার চারাগুলো উদ্ধার করা হয়। আটক হওয়া জাফর ইমাম ঝন্টু দীর্ঘদিন যাবত মুরগির খামারের আড়ালে বাড়ির ছাদে টবে গাঁজার চাষ করে আসছেন। এই বিষয়ে দাগনভূঞা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে সোমবার (১৫ মার্চ) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আটক জাফর ইমাম ঝন্টু দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর এলাকার মো. আবদুল মান্নানের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন