News71.com
 Bangladesh
 12 Mar 21, 10:53 AM
 686           
 0
 12 Mar 21, 10:53 AM

কক্সবাজার জেলা প্রশাসনের নামে বাটপারি।। ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মাথায় হাত

কক্সবাজার জেলা প্রশাসনের নামে বাটপারি।। ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মাথায় হাত

 

নিউজ ডেস্কঃ কক্সবাজার জেলা প্রশাসন অফিসের নাম দিয়ে এক বাটপার প্রতারণার মাধ্যমে প্রায় ১৩ কেজি ইলিশ ও কালা চান্দা মাছ নিয়ে পালিয়েছে। বৃহষ্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন অফিসের দু’তলায় এক মাছ বিক্রেতার নিকট থেকে মাছ বোঝাই দু’টি থলি নিয়ে এই বাটপারের বীরদর্পে হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

অপরদিকে বাটপারের কবলে পড়ে মাছ বিক্রির ৮ হাজার ৯০০ টাকা হারিয়ে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিম এখন মাথায় হাত দিয়ে বসেছেন। হতভাগা মাছ বিক্রেতা আবদুর রহিম বাহারছড়া মাছ বাজারে বসে ব্যবসা করেন। তিনি গতরাতে জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এক ব্যক্তি তাকে (আবদুর রহিম) ০১৬১৪৯৭৪২৪৬ নম্বর থেকে মোবাইল করে বড় সাইজের ৬ পিচ ইলিশ ও ৬ পিচ কালা চান্দা মাছ জেলা প্রশাসন অফিস ভবনে নিয়ে যেতে বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন