নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে একটি হাফেজি মাদরাসার আট বছরের এক আবাসিক শিশু শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটানোর ঘটনায় হুজুর ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা এ আদেশ দেন।
চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির জানিয়েছেন, আসামিকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। শেষে পুলিশ আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা পারভিন বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করলে গতকাল বুধবার বিকেলে রাঙ্গুনিয়ার সাফরভাটা এলাকা থেকে ইয়াহিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।