News71.com
 Bangladesh
 08 Mar 21, 12:18 PM
 728           
 0
 08 Mar 21, 12:18 PM

অাধিপত্য বিস্তার।। চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

অাধিপত্য বিস্তার।। চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বায়োজিদ থানার আরেফিন নগর এলাকায় বিবাদমান ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ইমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে মুক্তিযোদ্ধা কলোনিতে এই ঘটনা ঘটে। নিহত যুবক মো. ইমন স্থানীয় নুর কাশেমের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অাধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রবিবার রাত ৯টার দিকে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইমনকে ছুরিকাঘাত করা করা হয়। ইমন ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবককে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন