নিউজ ডেস্কঃ চাঁদপুর শহরে কিশোর গ্যাং সন্দেহে ৪৭ কিশোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া এসব কিশোর পুলিশের জালে ধরা পড়ে।
চাঁদপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ এর নেতৃত্বে শহরের চাঁদপুর প্রেস ক্লাবের পেছনে ডাকাতিয়া নদীপাড় থেকে অভিযান শুরু হয়ে নাম্বার কয়লা ঘাট, স্ট্যান্ড সড়ক, বেদে পল্লী, ছায়াবাণী মোড়, নতুন আলিম পাড়া, প্রতাপসাহা সড়ক, মিশন সড়ক বালুর মাঠ এবং ট্রাক সড়কে এই অভিযান পরিচালিত হয়।
রাতে ওসি আব্দুর রশিদ জানান, সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থী পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের চলমান এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, চাঁদপুরবাসীকে কিশোর গ্যাংমুক্ত একটি শহর উপহার দিতে চাই।