নিউজ ডেস্কঃ নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী, মৌলভীবাজার ও জামালপুর জেলা থেকে নানা কৌশলে একটি চক্র সাত ব্যক্তি থেকে ১ কোটি ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি থানায় এক মাদ্রাসা অধ্যক্ষ মো. ফারুকের একটি মামলার পর ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে নোয়াখালীর সিআইডি পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিআইডির নোয়াখালী জেলা কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিআডির বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে সুরুজ্জামান মিয়া ওরফে কামাল ওরফে ফয়সল (৫১), যশোরের বাগারপাড়া উপজেলার জামালপুর গ্রামের আজগর আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে দ্বীপু ওরফে শরিফুল ইসলাম (২৫) ও নরসিংদী সদর উপজেলার খাদসিয়া পাঁচদোনা গ্রামের সুন্দর আলীর মেয়ে রিনা বেগম ওরফে জামেলা বেগম (৪০)।