News71.com
 Bangladesh
 06 Jan 21, 07:42 PM
 759           
 0
 06 Jan 21, 07:42 PM

রোহিঙ্গা শিবিরে ডাকাতের গুলিতে যুবক আহত

রোহিঙ্গা শিবিরে ডাকাতের গুলিতে যুবক আহত

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে গুলিতে নুর কামাল (২৪) নামের এক যুবক আহত হয়েছেন। আহত কামাল হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৯৫৩/১ শেডের বাসিন্দা নুর আলমের ছেলে। মঙ্গলবার (৫ জানুয়ারি)  রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লক এলাকায় রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের ছয় থেকে সাতজন সদস্য অতর্কিত নুর কামালকে বাঁ পায়ে গুলি করেন। পরে ডাকাত দলের সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে চলে যায়। অন্যরা গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নুর কামালকে উদ্ধার করে মোচনী আইপিডি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন