নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের রনি মিয়াকে (১৪) হত্যা করা হয় অটোরিকশাকে ছিনিয়ে নিতে। ওই ঘটনায় গ্রেপ্তার দুই আসামি এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সদর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মজলিশপু গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (২৭) ও সরাইলের গোগদ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২১ ডিসেম্বর) জবানবন্দি শেষে আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।
মজলিশপুর গ্রামের দুলাল মিয়া ছেলে রনি মিয়া ১২ ডিসেম্বর অটো রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। ১৩ ডিসেম্বর ওই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়। ১৭ ডিসেম্বর বালুচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রনির বাবা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।