News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:40 AM
 660           
 0
 18 Dec 20, 10:40 AM

ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার।।

ফেনীতে গৃহবধূর লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ ফেনীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যা বলা হলেও কোন আলামত পায়নি পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রায়ই নির্যাতন করা হতো শিরিনকে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের রামপুর এলাকার মুন্সি বাড়ীর ব্যবসায়ী জালাল আহমেদ শাহিনের ঘর থেকে, তার স্ত্রী মাহমুদা আক্তার শিরিনের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবি, শিরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তবে নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, মৃত্যুর দিন সকালেও বাড়িতে ফোন করে শ্বশুর বাড়িতে তার নির্যাতনের কথা জানান শিরিন।শিরিনের মা বলেন, আমাকে সে সকালে ম্যাসেজ দিয়েছে। লিখেছে, আম্মু আমি আর শয়তানের ঘর করব না। আমাকে খুব অত্যাচার করছে। ওর শরীরে আঘাত করা হয়েছে। আমরা এর বিচার চাই। পুলিশ বলছে, ঘটনাস্থলে আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। জিজ্ঞেসাবাদের জন্য নিহতের শ্বশুড় ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন