নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকায় বাড়ির লোকজনের হাত পা বেঁধে রেখে মজনু হোসেন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। একই সময় তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সোমবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় আনোয়ার মিজির বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খুন হওয়া মজনু ওই এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক। মজনুর ছোট ভাই প্রবাসী মফিজের স্ত্রী মাহমুদা বলেন, মফিজ, তার শাশুড়ি রুপবানু এবং তিনি ওই বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে থাকেন। অন্যদিনের মত রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। মা রুপবানু বলেন, গভীর রাতে ঘরে দুই জন লোক ঢুকে আমার ও মফিজের স্ত্রী মাহমুদার হাত পা বেঁধে ফেলে। পরে তারা মজনুর ঘরে যায়। এসময় তাদের সঙ্গে আরেকজন যোগ হয়। আমি তাদের সবকিছু নিয়ে যেতে বলি, কিন্তু আমার ছেলের যেন কোনো ক্ষতি না করে। পরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মজনুর গলায় আঘাত করে হত্যা করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় তারা ঘরে থাকা সব জিনিসপত্র তছনছ করে ফেলে। মজনুর প্রবাস ফেরত আরেক ভাই মন্টু জানায়, তিনিও একই বাড়িতে থাকেন। ভোরে ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান, পরে স্থানীয় কাউন্সিলার এমরান হোসেনকে জানান। এমরান হোসেন তাৎক্ষণিক বিষয়টি হাজীগঞ্জ থানায় জানান।