News71.com
 Bangladesh
 06 Dec 20, 06:25 PM
 689           
 0
 06 Dec 20, 06:25 PM

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত।।

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (০৬ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- একই জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামের আয়েব খানের ছেলে হেলাল মিয়া (২৮) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে শাকিবুল ইসলাম বসু (৩৩)। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, দুপুরে রামপুর এলাকার মাটি বোঝাই একটি ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী হেলাল নিহত হন এবং গুরুতর আহত হন আরেক আরোহী শাকিবুল। তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন